রোববার তখন দুপুর। ওই সময় বিয়ের প্রস্তুতি চলছিল কিশোরীর। এরই মধ্যে পুলিশ নিয়ে বিয়েবাড়িতে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম অনিক চৌধুরী। এ সময় ম্যাজিস্ট্রেট দেখে বিয়ের পিঁড়ি থেকে পালিয়ে যান বর। ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নে। পরে মেয়ের বাল্যবিয়ে দিবেন না বলে মুচলেকা দেন কিশোরীর বাবা-মা।
এলাকাবাসী জানায়, রোববার দুপুরে এক কিশোরীর সঙ্গে চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া গ্রামের মো. মঞ্জুর হোসেনের বিয়ের আয়োজন চলছিল। এরই মধ্যে পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনিক চৌধুরী ওই বাড়িতে হাজির হন। এ সময় ম্যাজিস্ট্রেট দেখে পালিয়ে যান বর ও তার সহযাত্রীরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম অনিক চৌধুরী বলেন, ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে ওই কিশোরীর বাবা-মায়ের কাছ থেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সোনাগাজী মডেল থানার এসআই সাঈদুর রহমান, চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো ও ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন।