বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ভোট দেখতে এসে যুবকের মৃত্যু

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

রুবেল মজুমদার।।

কুমিল্লার বুড়িচংয়ে জেলা পরিষদ নির্বাচনে বন্ধুর সঙ্গে ভোটগ্রহণ দেখতে গিয়ে রাশেদুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা জেলার বুড়িচং উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

রাশেদুল ইসলাম বুড়িচংয়ের সিন্ধুরিয়া পাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দারের মৎস্য হ্যাচারিতে কাজ করতেন।

স্থানীয়রা জানান, জেলা পরিষদ নির্বাচন দেখতে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদে যান রাশেদুল। সকাল সাড়ে দশটার সময় উপজেলা পরিষদের কাছাকাছি একটি দোকানে চা পান করছিলেন। এ সময় হঠাৎ পড়ে যান। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাশেদুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। রাশেদুল অসুস্থ ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাশেদ প্রায়ই উচ্চ রক্তচাপে ভুগতেন। কখনও কখনও তিন-চার দিন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকতেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাশেদুলের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।