বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের গণমিছিল

মোস্তাফিজুর রহমান ।।
প্রকাশ: ১ মাস আগে

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বিভিন্ন স্থানে দোয়া ও গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে যোগ দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও শহরের বাহিরে বুড়িচং বাজারে এবং দাউদকান্দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে গণমিছিল করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার ২ আগস্ট বিকেলে কুমিল্লা নগরী সহ জেলার বিভিন্ন সড়ক-উপসড়কে গণমিছিল কর্মসূচি পালন করা হয় ।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্বঘোষিত কর্মসূচি ছিল কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও গণমিছিল। এই কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার টমছমব্রিজ ও ঝাউতলা ছাতা মসজিদ এলাকায় কর্মসূচি দেন কুমিল্লার শিক্ষার্থীরা। অপরদিকে কর্মসূচি আটকাতে অবস্থান নেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকল শিক্ষার্থীদের কান্দিরপাড় এলাকায় মিলিত হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবরে স্থান বদল করেন শিক্ষার্থীরা। তারা নগরীর রেসকোর্স এলাকায় শাসনগাছা রেলওয়ে ওভারপাসের সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন। অনেকের হাতে ফেস্টুন দেখা যায়। এ সময় তারা পুলিশকে ‘ভুয়া’ ‘ভুয়া’ দুয়োধ্বনি দেন এবং ‘উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন’।
এদিকে, শিক্ষার্থীদের অবস্থানের খবর শুনে আওয়ামী লীগ নেতাকর্মীরাও স্থান বদল করেন। তারা পুলিশ লাইনস এলাকায় এসে অবস্থান নেয়। এর মাঝেই শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে চলে যান।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শীবেন বিশ্বাস বলেন, ‘শিক্ষার্থীরা নগরীতে গণমিছিল করেছেন। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’