ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। রোববার ( ৪ আগস্ট ) সকাল ১১ টার দিকে কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া সদর এলাকায় সড়ক অবরোধ করে হাতে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীদের একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ সময় ইউএনও’র গাড়ি ভাংচুর করে আন্দোলনকারীরা। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে একদফা দাবি নিয়ে ও অসহযোগ আন্দোলনকে বেগবান করতে উত্তর দিক থেকে একটি মিছিল নিয়ে উপজেলার সদর এলাকার আল্লাহর নিরানব্বই নাম চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে একপর্যায়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে কুমিল্লা-মিরপুর সড়ক ধরে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ব্রাহ্মণপাড়া দক্ষিণ বাজারে অবস্থান নেয়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ফিরে আসার পথে ইউএনও’র গাড়ির মুখোমুখি হয়। এ সময় ইউএনও স ম আজহারুল ইসলাম গাড়ি থেকে নেমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা অবস্থায় ইটপাটকেল ছুঁড়ে ইউএনও’র গাড়ি ভাংচুর করে আন্দোলনকারীরা। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, আমি উপজেলা থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের জন্য যাওয়ার পথে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখোমুখি হই। আমি গাড়ি থেকে নেমে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেনো জানমালের ক্ষয়ক্ষতি না করে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে। তবে ঠিক সেসময় আমার গাড়ির পেছন দিকে আন্দোলনকারীদের মধ্য থেকে কে বা কারা ইটপাটকেল ছুঁড়ে আমার গাড়ির পেছনের গ্লাস ভাংচুর করে। এ বিষয়টি আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।