ব্রাহ্মণপাড়ায় বৃদ্ধ বাবাকে ছেলের নির্যাতনের ভিডিও ভাইরাল

জমি নিয়ে বিরোধের জের
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

গাজী রুবেল ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের আবদুল জলিল মিয়া(৭৫) নামে এক বাবা তার ছেলের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। বাবাকে নির্যাতনকারী ওই ছেলের নাম আবদুল মান্নান (৩৫)। ওই নির্যাতনের ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। প্রতবাদের ঝড় উঠে সর্বত্র।

বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, জমি নিয়ে গত কয়েক দিন ধরে বাবা ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল। ছেলে বৃদ্ধ বাবাকে দিয়ে জোড় পূর্বক জমি লিখে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে লাঠি দিয়ে বেধরক মারধর করে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মান্নান তার বাবাকে বাসের একটি লাঠি দিয়ে পায়ে মারধর করছে।

ব্রাহ্মনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপেল্লা রাজু নাহার জানান, আমি এখন শুনলাম। ব্যবস্থা নিচ্ছি।

এ বিষয়ে ব্রাহ্মনপাড়া উপজেলার নির্বাহী অফিসার সোহেল রানা শুক্রবার রাতে এই প্রতিবেদককে বলেন, আমি ঘটনাটি আপনার কাছ থেকে এই মাত্র শুনলাম। ওসি সাহেবকে বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।