ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বজ্রপাতে মো. বিল্লাল মিয়া নামে এক জেলের মৃত্যু হয়েছে।
রোববার সকাল নয়টার দিকে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগ এলাকায় লঙ্গন নদীতে এ ঘটনা ঘটে। মৃত বিল্লাল মিয়া উপজেলার ভলাকুট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. আসমত আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার জানান, সকালে নাসিরনগর মৎস্য আড়তে মাছ বিক্রি করে নদী পথে নৌকা দিয়ে বাড়ি ফিরছিলেন জেলে বিল্লাল। পথে সদর ইউনিয়নের লঙ্গন নদীর টেকানগ এলাকায় আসার পর বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি আহত হন। পরে বিল্লালের সঙ্গে থাকা আরেক জেলে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।