কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক (সম্মান)প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন ও আবেদন ফি প্রদানের সময় বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত (দিন-রাত যেকোন সময়, এমনকি বন্ধের দিনও) ভর্তি আবেদন করা যাবে। এবং ২ মার্চ ২০২৫ তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত আবেদন ফি প্রদান করা যাবে।
প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল সকাল ১০ টায় ‘সি’ ইউনিট ও বিকাল ৩ টায় ‘এ’ ইউনিট। এবং ২৫ এপ্রিল বিকাল ৪ টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।