কুমিল্লার বালুতুপা এলাকায় একটি যৌথ অভিযানে সেনাবাহিনী ও র্যাব-১১ এর একটি টহল দল চিহ্নিত অপরাধী আল আমিনের সহযোগী মোবারক হোসেন পাবেল কে আটক করেছে। আল আমিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে এলাকায় পরিচিত নাম।
সোমবার (২১ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আলেখারচর সেনা ক্যাম্পে একটি তথ্য আসে যে আল আমিন অবৈধ অস্ত্রসহ বালুতুপায় অবস্থান করছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর একটি টহল দল, মেজর রিফায়েতের নেতৃত্বে, র্যাব-১১ এর সহযোগিতায় অভিযানে নামে। অভিযানের সময় আল আমিন পালিয়ে যেতে সক্ষম হলেও মোবারক হোসেন পবেলকে আটক করা হয়।
আটককৃত মোবারকের বিরুদ্ধে স্থানীয় থানায় তিনটি মামলা রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সেনাবাহিনী এবং র্যাবের সমন্বিত উদ্যোগে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এমন অভিযান চলমান থাকবে।