নগরবাসীকে যানজট কবল থেকে রক্ষা দিতে শ্রমিকদের গাড়ী চলাচলের নিয়মনীতি ও ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচলের উৎসাহিত করন ও লাইনম্যান বাড়ানো নিয়ে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছে কুমিল্লা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি: নং ১৫৬৯ এর নেতৃবৃন্দরা।
এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে অতিরিক্ত জানযট নিরশন কর্মী নিয়োগে প্রশাসনের সাথে সমন্বয় করে সংগঠনের পক্ষ থেকে পোষাক পরিহিত কর্মী বা লাইনম্যান দিয়ে নিয়োগ দেয়া হবে বলে জানান সংগঠনটি।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় তাদের প্রধান কার্যালয়ে সংগঠনের নির্বাহী কমিটির সদস্য ও সংগঠনের সাথে জড়িত সকল নেতৃবৃন্দদের নিয়ে জরুরী মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
রাস্তার এক পাশে গিয়ে যাত্রী উঠানামা করা ও চলন্তপথে গাড়ী না থামানো, ট্রাফিক সিগনাল দেখে গাড়ী চালানোসহ বিভিন্ন বিষয় নিয়ে সিএনজি চালকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলম।
তিনি আরো বলেন, শ্রমিকদের কল্যাণ ফান্ডের চাঁদা ব্যাতিত সংগঠনের বাহিরে রাস্তায় কেহ নামে –বে নামে চাঁদা আদায় করা ও রাজনৈতিক নেতা বা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে কেহ চাঁদা আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তরের নিয়ম অনুযায়ী যে কল্যাণ তহবিল ও শ্রমিক চাঁদার বাহিরে অন্য কোন চাঁদা আদায় করে না বলে দাবী করেন নেতৃবৃন্দরা।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরে রমজানে শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদবস্ত্র বিতরন করার উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ হাজী আবদুল কাদের, সহ-সভাপতি খাইরুল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আজাদ,
কোষাধ্যক্ষ জিএম কামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, কুমিল্লা অটোবাইক কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক বাবুল মিয়া, প্রচার সম্পাদক মোঃ জুয়েল, দপ্তর সম্পাদক আমির হোসেন ভুট্টু, কার্যকরী সদস্য শাওন, স্বপন, অপু ও কান্দিরপাড় শাখার পরিচালক হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।