কুমিল্লার উত্তর বাগমারা ও আদর্শ সদরের এবি ফুড শাখা লাইসেন্স না থাকাসহ আরো বিভিন্ন অভিযোগে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে কুমিল্লার বিএসটিআই। সোমবার (১১ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ মোবাইল কোর্ট অভিযানে এই জরিমানা করা হয়।
এসময় অভিযানের নেতৃত্ব দেন, আদর্শ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন, বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ।
জানানো হয়, সোমবার দুপুরের এ অভিযানে লালমাই উপজেলার উত্তর বাগমারা ও আদর্শ সদর এলাকার মেসার্স এবি ফুড প্রোডাক্টস তাদের উৎপাদিত সুইটমিট পণ্যের মান যাচাই ও লাইসেন্স ব্যতীত এবং ব্রেড, কেক, বিস্কুট, ও ফার্মেন্টড মিল্ক পণ্যের অনুকূলে বিএসটিআই হতে লাইসেন্স নবায়ন না করেও মানচিহ্ন ব্যবহার করে, অস্বাস্থকর ও নোংরা পরিবেশে উৎপাদন ও বিক্রয়/বিতরণ করার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদউত্তীর্ণ ফুডকালার ও ফ্লেবার ও অনুমোদনবিহীন ননফুডগ্রেড কালার ব্যবহার করার অপরাধে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসমত, মানসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিতকরে বিএসটিআই হতে পণ্যের গুণগত মান যাচাইপূর্বক লাইসেন্স গ্রহণ করে পণ্য উৎপাদন করার নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ নূর আশেক। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকার কথাও জানান তিনি৷
এসময়, মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহমদ, ফিল্ড অফিসার (সিএম) এবং ফিল্ড অফিসার (সিএম) কাজী মোঃ শাহান, বিএসটিআই কুমিল্লার পরিদর্শন (মেট্রলজি) হাফিজুর রহমান৷