লালমাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

লালমাই প্রতিনিধি।।
প্রকাশ: ৭ মাস আগে
Oplus_0

ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজার রেলব্রিজ সংলগ্ন রেললাইন থেকে দেহ হতে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম জিআরপি থানার ওসি মাসুদ আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারা বাজার অংশে রাত অনুমান ৭টার দিকে চট্টগ্রাম অভিমুখী চট্টলা ট্রেনে কাটা পড়ে শরীর থেকে হাত-পা আলাদা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনার কয়েক ঘন্টা পর চট্টগ্রামের মিরসরাই এলাকার ফাহিম নামে একজন তাঁর নিজস্ব ফেসবুক (NOVO ROSH) পেইজে লেখেন ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া লোকটি সম্পর্কে তাঁর কাকা হয় এবং মৃত্যুর বিষয়টি সাজানো ঘটনা বলে ধারণা করছেন তারা। তাঁর ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- “কুমিল্লার লালমাই উপজেলার বাঘমারায় ট্রেনের সাথে একজন ব্যক্তির যে ঘটনাটা ঘটেছে, সে আমার সম্পর্কে কাকা হয়। বয়সে আমার থেকে দেড় বছরের ছোট। আমরা একই বাড়ির। নাম “মাহাদী আল ফয়সাল” (ডাক নাম রায়হান) গ্রাম: পূর্ব পোল মোগড়া, ওয়ার্ড-০৫, ইউনিয়ন: খৈয়াছড়া/বড়তাকিয়া, উপজেলা: মিরসরাই, চট্টগ্রাম। সে ছোটবেলা থেকেই চট্টগ্রাম শহরে বড় হয়েছে এবং তাঁর চাকরি জীবন চট্টগ্রাম শহরে ছিল, আমি বা আমাদের কোন হিসাব মিলাতে পারছি না, সে কুমিল্লায় কেন যাবে! আমার ধারণা এটা সুপরিকল্পিত একটা ঘটনা, পরে ট্রেইনের বিষয়টাকে সাজিয়ে দেওয়া হয়েছে। দুইদিন ধরে তাঁকে বাসায় পাওয়া যায়নি, তার পরিবারের বক্তব্য অনুসারে তার মোবাইল বন্ধ ছিল।

এ বিষয়ে লাকসাম জিআরপি থানার ওসি মাসুদ আলম বলেন, লালমাই উপজেলার বাগমারা রেললাইনের পাশে শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।