শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় একটি সড়কের পাশ থেকে ১০টি কালো ব্যাগ ভর্তি ১২৩টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের ধানকাটি-কালকিনি সড়কের উত্তর আকালবরিশ এলাকায় স্থানীয়রা ব্যাগগুলো পড়ে থাকতে দেখে বলে জানিয়েছেন ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান।
খবর পেয়ে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সেগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিয়েছে বলে জানান সন্ধ্যায় জানিয়েছেন ওসি।
স্থানীয় রাসেল, রাশেদ মিয়া, জুয়েল মাল, আবির খাঁ বলেন, ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে স্থানীয় কয়েকজন রাস্তায় কিছু অপরিচিত লোকজনকে আনাগোনা করতে দেখেন।
পরে তারা রাস্তার পাশে প্রথমে কালো রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন। এবং ব্যাগটির ভেতরে বোমাসদৃশ কিছু দেখতে পান।
সন্দেহ হওয়ায় আরও খোঁজাখুঁজি করে রাস্তার দু’পাশের বিভিন্ন স্থানে একে একে ১০টি কালো ব্যাগ দেখতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। এতে স্থানীয়দের মাঝে দিনভর চরম আতঙ্ক বিরাজ করে।
ওসি হাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ডামুড্যা থানার পুলিশ। পুলিশ এসে দেখে ব্যাগের ভিতরে বোমা রয়েছে। পরে পুলিশ ব্যাগগুলি কর্ডন করে রাখে এবং সেনাবাহিনীকে খবর দেয়।”
ওসি আরও বলেন, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এসে ব্যাগগুলিতে ১২৩টি হাতবোমা পান। উদ্ধার করে পাশের জমিতে মাটি খুঁড়ে সেগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মো. মুসফিকুর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে মাদারীপুরের কালকিনি এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বোমাগুলো সংগ্রহ করা হয়েছে। পরে রাতের আধারে রাস্তার পাশে বিভিন্ন স্থানে সেগুলো ফেলে রাখা হয়।”