নিহত ব্যক্তি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার তেলিপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম (৪০)।
স্থানীয়রা বলেন, বামিশা এলাকায় আজিজ একটি তালগাছে উঠলে অসর্তকতার কারণে গাছের উপর থেকে সে নিচে পড়ে যায়। ওই এলাকার সকলে তাকে উদ্বার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, ঘটনার পর পর এসআই শরীফ ঘটনাস্থলে তদন্ত করতে যায়। পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার আরও বিস্তারিত জানা যাবে।