কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের এক শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। সোমবার বঙ্গবন্ধুর ভাষ্কর্যের পাদদেশে মানববন্ধনের আয়োজন করেন তাঁরা।
গত শনিবার পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রতিবেশির হামলার শিকার হন আইন বিভাগের ১ম বর্ষের মাহমুদা আক্তার সেতু। হামলার পর তাঁকে স্থানীয় একটি মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, হামলাকারীরা জামিনে বের হয়ে রাজনৈতিক ছত্রছায়ায় স্বাধীনভাবে চলাফেরা করছে। তাঁরা পারিবারিকভাবে বিষয়টি সমাধান করার জন্য চাপ প্রয়োগ করছে। এতে করে সুষ্ঠু বিচার প্রাপ্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
জ্যোতি নামে এক শিক্ষার্থী বলেন, নিজ ঘরে থেকে যদি আমরা নির্যাতনের শিকার হই, তাহলে বেঁচে থাকার আশা পাবো কোথায় আমরা?
মানববন্ধনে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।