বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি বেগম রাবেয়া চৌধুরীর অপারেশন সম্পন্ন হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়েছে। আগের চেয়ে তিনি সুস্থ আছেন। রাবেয়া চৌধুরীর ছোট ছেলে এমরান চৌধুরী গতকাল বুধবার দৈনিক আমাদের কুমিল্লাকে এ কথা নিশ্চিত করেছেন।
এমরান চৌধুরী জানান, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ডাঃ এম আলীর তত্বাবধানে আছেন রাবেয়া চৌধুরী। বুধবার বেলা ১১ টায় অপারেশন শুরু হয়। দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা পর অপারেশন শেষ হয়।
কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে অগ্নিকণ্যা খ্যাত বর্ষিয়ান রাজনীতিবিদ বেগম রাবেয়া চৌধুরী কোমড়ের ব্যাথায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। গত ২৪ সেপ্টেম্বর শনিবার উন্নত চিকিৎসার জন্য রাবেয়া চৌধুরীকে কুমিল্লা থেকে ঢাকায় নেয়া হয়।
বিএনপির ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন ও রাবেয়া চৌধুরীর ছেলে এমরান চৌধুরী দুই জনেই কুমিল্লাবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি সম্পূর্ন সুস্থ হয়ে আবার কুমিল্লায় িেফরে আসতে পারেন।