গতকাল সোমবার রাত ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন ৬০ বিজিবি, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।
গ্রেপ্তার তিনজন হলেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাঁচবুনিয়া গ্রামের কলম হাওলাদারের ছেলে মো. ওসমান (২৪), তাঁর স্ত্রী ইন্নাকা আক্তার (২১) এবং তাঁদের তিন বছরের মেয়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকালে বিজিবির শংকুচাইল বিওপির টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত টহলে ছিল। এ সময় সীমান্ত পিলার ২০৬৩/১৬-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িচং উপজেলার ভবেরমোড়া নামক স্থান দিয়ে পাসপোর্টবিহীন অবৈধভাবে প্রবেশের সময় শিশুসন্তানসহ ওই স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটক তিনজন বাংলাদেশি নাগরিককে পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজ মঙ্গলবার সকালে বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।