অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বাড়িতে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার বাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় লোকজন নরুন্দি বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। পরে কয়েকজন বিক্ষোভকারী শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেন।

অপরদিকে, বৃহস্পতিবার বিকালে জামালপুরের সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও আগুন দেন বিক্ষুব্ধরা।

খোঁজ নিয়ে জানা যায়, শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর-৪ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিসংযোগের পেছনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেন।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র ও  লোকজন তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুরের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শাওনের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছেন। পরে আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি। সেইসঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি।’

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘অগ্নিসংযোগের বিষয়টি শুনেছি। তবে কে বা কারা এটি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’