আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির কুমিল্লায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার।।
প্রকাশ: ৪ দিন আগে

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কুমিল্লার লালমাইয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লালমাই উপজেলার বাগমারা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

বক্তব্য রাখতে গিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, “আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গণতন্ত্র হরণ করে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ২০০৯ সাল থেকে ক্ষমতা কুক্ষিগত করে বিরোধী মত দমন, গুম-খুনের রাজনীতি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে তারা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিল।”

তিনি আরও বলেন, “গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতেই হবে । তারা জনগণের ওপর যে দমন-পীড়ন চালিয়েছে, তার বিচার না হলে এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তাই আমরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যকর নিষিদ্ধের দাবি জানাচ্ছি।”

এনসিপি নেতা শিশির আগামী দিনে আরও বড় আন্দোলনের ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গণআন্দোলন গড়ে তুলব। একইসঙ্গে, নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ একই সময়ে অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।”

বিক্ষোভ মিছিলে হাজারো এনসিপি নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামীলীগের বিরুদ্ধে অতীতের নিপীড়ন নির্যাতনের নানা অভিযোগ তোলেন। মিছিলটি বাগমারা বাজার থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য: হাফসা জাহান, এনসিপি নেতা ফজলে এলাহি রুবেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটির আহবায়ক আবু রায়হান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মোস্তফা জিহান, ইয়াছিন আরাফাত, হুমায়ুন কবির, আবুল কাসেম, নোমান আহমেদ, কবির হোসেন, জান্নাতুল ফেরদৌস, ইম্পা ফারহা জান্নাতুল জান্নাত , লুৎফল হাসান রুমি, এসবি জুয়েল, জিসান, মোহাম্মদ মুমিন হোসেন, ইঞ্জিনিয়ার রাসেল সিদ্দিকী প্রমুখ।

বক্তব্যে এনসিপি নেতা আবু রায়হান জানান, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে। তারা বলেন, “দেশে সুষ্ঠু গণতন্ত্র ফেরাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। দলটি বারবার নির্বাচনী কারচুপি করেছে, ভিন্নমত দমন করেছে এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্যাতন চালিয়েছে।”

এনসিপি নেতা মুহাম্মাদ রাশেদুল হাসান বলেন, তারা ভবিষ্যতে বড় পরিসরে কর্মসূচি গ্রহণ করবেন এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করবেন।

বিক্ষোভ শেষে এনসিপি নেতারা এক ইফতার মাহফিলের আয়োজন করেন, যেখানে আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়