সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে দফায় দফায় দুপুর পর্যন্ত সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সোমবার সকাল ৮টার দিকে বিএনপি নেতা হাশেম খানের সমর্থকরা পার্শ্ববর্তী সালথার গোট্টি ইউনিয়নের ভাবুক থেকে কয়েকশ লোক নিয়ে এসে আওয়ামী লীগ নেতা আক্কাস মাতুব্বরের বাড়িসহ তার সমর্থকদের বাড়িঘরে হামলা করে ভাঙচুর করে। এসময় তারা ১০ লক্ষাধিক টাকার গরু-ছাগল লুটপাট করে নিয়ে যান। পরে আক্কাস মাতুব্বরের সমর্থকরা সংঘঠিত হয়ে বিএনপি নেতা হাশেম খার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এ ঘটনায় কমপক্ষে ৮-১০ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আক্কাস মাতুব্বর ও হাশেম খানের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে আজ দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
জানতে চাইলে বিএনপি নেতা হাশেম খান বলেন, ‘আক্কাস মাতুব্বরের অভিযোগ সঠিক নয়। তান সমর্থকরা আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে।’