আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়নে ‘জেন-জি ৩৫০০’ সংগঠনের ঈদ উপহার বিতরণ

জাহিদ হাসান নাইম
প্রকাশ: ২ দিন আগে

 

 

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘GEN-Z 3500 (জেন-জি ৩৫০০)’ সংগঠনের পক্ষ থেকে আদর্শ সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

সংগঠনটির উদ্যোগে প্রায় ৩০০ পরিবার এই উপহার গ্রহণ করে। রবিবার (৩০ মার্চ) বিকালে বিভিন্ন ইউনিয়নে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

ঈদুল ফিতরকে সামনে রেখে নিম্নআয়ের মানুষের মধ্যে সামান্য আনন্দ ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের পরিচালক কাউসার হোসেন। তিনি বলেন, “আমরা চাই, ঈদের খুশি যেন সবার ঘরে পৌঁছায়। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে ছয়টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।”

 

ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এসব উপহার বিতরণ করেন।

 

এদিকে, উপহার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত পরিবারগুলো। এক সুবিধাভোগী বলেন, “ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা অনেক খুশি। আমাদের মতো মানুষের কথা যারা ভাবে, তাদের জন্য দোয়া করি।”

 

উল্লেখ্য, ‘GEN-Z 3500’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনটির সদস্যরা ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।