ইসরাইল ও ভারতীয় বর্বরতার প্রতিবাদে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ শে মার্চ) বাদ জুমা কুমিল্লা নগরীর টাউন হল ময়দান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, ইহুদিবাদী ইসরায়েল ও হিন্দুত্ববাদী ভারত মুসলিম নিধনের প্রতিযোগিতায় নেমেছে। ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে। বিশ্বসন্ত্রাসী ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে।
ইসরায়েল নিঃসন্দেহে স্পষ্ট প্রমাণ দিয়েছে তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনা। ইসরায়েলি নৃশংসতা ও চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সাহসী ও প্রতিবাদী ভুমিকা পালন করতে হবে। তাদের সাথে অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে হুশিয়ার করা হয়। তারা আরও বলেন, গাজায় সব ধরনের খাদ্য, পানীয় ও চিকিৎসা উপকরণ শেষ, ফলে আহত মানুষকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
ভারত জুড়ে রমজান মাসে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু মুসলমানদের ওপর চরম নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। অসংখ্য মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে সন্ত্রাসী মোদি সরকার। হেফাজত ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিলানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম কুমিল্লা মহানগর সেক্রেটারি মনিরুল ইসলাম কাসেমী হেফাজত ইসলাম, কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান আশরাফী, মহানগর যুগ্ন সেক্রেটারি মুফতি মুজাম্মেল, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলায়মান, যুগ্ন সেক্রেটারি মুফতি আবুল বাশার, সহপ্রচার সম্পাদক হাফেজ মামুন, হাফেজ মাওলানা জহির বিন আব্দুস সাত্তার, মুফতি নাজিমুল ইসলাম মাওলানা জিয়াউদ্দিন প্রমুখ।