উপকেন্দ্রে জোয়ারের পানি, অন্ধকারে ৬০ হাজার গ্রাহক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

লক্ষ্মীপুর প্রতিনিধি : মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পানি উঠে গেছে। এতে বিকেল থেকে ওই উপজেলাব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপকেন্দ্রের অধীনে ৬০ হাজার গ্রাহক অন্ধকারে রয়েছে বলে জানা গেছে।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন রামগতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে জোয়ারের পানি তাদের উপকেন্দ্রে ঢুকে পড়ে। তাই ঝুঁকি এড়াতে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, এতে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জোয়ারের পানি নেমে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। এ কেন্দ্রের আওতায় প্রায় ৬০ হাজার গ্রাহক রয়েছে বলে জানান তিনি।