আজ রোববার বিকালে কুমিল্লা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে প্রহরীদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সমিতির পক্ষ থেকে শতাধিক প্রহরীদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহমান, কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাহিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ মজুমদার সাগর, দপ্তর সম্পাদক শাহাদাত খাঁন সুমন, আমোদ প্রমোদ সহ সম্পাদক মোঃ হানিফ মিয়া,ও নির্বাহী সদস্যদের মধ্যে আবুল কালাম আজাদ লিটন, সমীর চন্দ্র ঘোষ, এনামুল হক, মোঃ বাবুল মিয়াসহ কমিটির সকল সদস্যবৃন্দ।
কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহমান বলেন, হঠাৎ করে দেশে শীতের তীব্রতা বেড়ে গেছে। এজন্য আমরা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রহরীদের শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ গ্রহণ করি। আজকে আমরা শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছি। আগামীতেও কান্দিরপাড়ের সকল মার্কেটের প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।