কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আমিরুল কায়সার। এসময়, সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশফাকুজ্জামান, জাতীয় পার্টি নেতা এয়ার আহমেদ সেলিম, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক এবং সামাজিক ব্যক্তিত্বরা।
সভায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দিনগুলো যথাযথ মর্যাদায় পালনের জন্য বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা হয়। কর্মসূচিগুলোকে সুষ্ঠু ও শৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।