কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র গুলিসহ ১০ জন গ্রেফতার 

জহিরুল হক বাবু।। 
প্রকাশ: ২ মাস আগে

কুমিল্লা সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি রিভেলভার, তিনটি দেশীয় তৈরি এলজি, ৯টি কার্টুজ, চারটি পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন ও বেশ কিছু দেশীয় অস্ত্র সহ ১০ জন  সন্ত্রাসীকে আটক করেছে।
শনিবার রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কুমিল্লা আদর্শ সদর সেনাবাহিনীর একটি দল।
রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আদর্শ সেনাবাহিনী।
গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার
মোঃ নাইমুল ইসলাম (নাঈম) (৩৬), কালিয়াজুড়ি এলাকার  আবির হামিদ মাহি(২১), রাকিব (২১), ঈদগাহ এলাকার  মোঃ সাজিদুল ইসলাম (২১), ছোটররা এলাকার মোহাম্মদ আলী (২৪) মোঃ সাব্বির হোসেন(২১), ঝাউতলা এলাকার মোঃ জাবেদুর রহমান(২৯), ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার(৩০), বুড়িচং সাধকপুর এলাকার মোঃ আবুল খায়ের (৩৯) ও ধর্ম সাগর এলাকার মোঃ অপু-৪২।
এ সময় তাদের কাছ থেকে ২ টি  পিস্তল ৬ রাউন্ড গুলি ২ টি রিভালবার রাশিয়ান পিস্তল ২ টি রাম দা, ৯ রাউন্ড গুলি, তলোয়ার ও চাকু জব্দ করা হয়৷
পরে গ্রেফতারকৃতদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।