কুমিল্লার দাউদকান্দিতে স্কুল ব্যাগে গাঁজাসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার।।
প্রকাশ: ২ মাস আগে

কুমিল্লার দাউদকান্দি গোমতী ব্রিজ টোলপ্লাজা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র বিশেষ অভিযানে স্কুল ব্যাগে গাঁজা বহনের সময় দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক তমাল মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, দাউদকান্দি গোমতী ব্রিজ টোলপ্লাজার পশ্চিম পাশে মহাসড়কের দক্ষিণ প্রান্তে একটি বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন দাউদকান্দি পৌরসভার বলদাখাল গ্রামের মৃত হুমায়ুন কবিরের পুত্র মো. হাবিবুর রহমান (৩০) এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো গ্রামের মতিউর রহমানের পুত্র মো. মুন্না (২৩)।

ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরো জানান, মাদক পাচার প্রতিরোধে ডিএনসি নিয়মিত অভিযান পরিচালনা করছেন। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।