গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথবাহিনীর নেতৃত্বে সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ০৪০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় নিমসার গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ০১ টি পিস্তল (দেশী রিভালবার) এবং ০২ হাসুয়া (কাচির মতো) সহ খাজা খায়ের উদ্দীন (৪৮) কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ কুমিল্লা বুড়িচং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি