কুমিল্লার মুরাদনগরে অনুমোদনহীন একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভাটার চিমনি ভেঙে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেল মুরাদনগর উপজেলার বাখর নগর এলাকায় এ,বি সি নামের ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পরিবেশ আইন অমান্য করে অবৈধ উপায়ে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করে আসছিল বাখরনগর এ, বি, সি। বিষয়টি অবগত হয়ে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদনগর – সাকিব হাসান খান। মোবাইল কোর্ট পরিচালনার সময় কুমিল্লা পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী,ফায়ার সার্ভিস ও থানা পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন।
এসময় এ বি.সি ইটভাটাকে ১টি মামলায় এক লাখ টাকা জরিমানা করেন এবং ভাটার অনুমোদন না থাকায় ভেকু দিয়ে চিমনি ভেঙে দেওয়া হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি।
এবিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান বলেন, ইটবাটায় অবৈধ উপায়ে ইট প্রস্তুত করছিলো। এছাড়াও পরিবেশসহ অন্যান্য কাগজপত্র ঠিক না থাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। “ অবৈধ ব্রিকস , কৃষি জমির রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ”।