কুমিল্লার লালমাইয়ে যুবদলের দুই নেতাকে শোকজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

কুমিল্লার লালমাইয়ে সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করার অভিযোগে যুবদলের দুই নেতাকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে দলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক দুই চিঠিতে এই তথ্য জানানো হয়।

তারা হলেন— লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া ও সদস্য সচিব মাহফুজুর রহমান।

নোটিশে উল্লেখ করা হয়, দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করেছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। সংগঠন বিরোধী এমন কর্মকাণ্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো।

এ বিষয়ে লালমাই উপজেলা যুবদলের আহবায়ক এম জাবের আহমেদ জাবেদ বলেন, ২০২৩ সালের ২২ মে আমাকে আহবায়ক করে ৫২ সদস্যের একটি আহবায়ক কমিটি ঘোষণা করে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।

সম্প্রতি ওই কমিটির সদস্য সচিব মাহফুজুর রহমান ও ৩নং যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া সংগঠনের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড শুরু করেন। কিছুদিন দুইজনেই সদস্য সচিব পরিচয় দিয়েছেন। কয়েকদিন ধরে মাহফুজুর রহমান নিজেকে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক পরিচয় দিচ্ছেন। ২৯ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় সভাপতি কুমিল্লায় আসলে লালমাই উপজেলার নেতাকর্মীরা তাকে বিষয়টি অবগত করেন। এর প্রেক্ষিতে তাদের শোকজ করা হয়েছে।