কুমিল্লার আদর্শ সদর উপজেলার ১নং কালির বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়াকে মঙ্গলবার(২৯অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা নগরীর শাসনগাছা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইউনুস মিয়া কালির বাজার ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত আবদুল হামিদ মিয়ার ছেলে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম এ কথা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছেন, গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা ইউনুস মিয়ার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।