কুমিল্লা মডার্ন স্কুলের পুনর্মিলনী উৎসব, স্মৃতিচারণ ও উচ্ছ্বাসে মেতে উঠেন সাবেক শিক্ষার্থীরা

জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ২ মাস আগে

বন্ধুদের সঙ্গে পুরনো দিনের স্মৃতিতে ভেসে গেলেন কুমিল্লা মডার্ন স্কুলের সাবেক শিক্ষার্থীরা। স্কুল জীবনের আনন্দময় দিনগুলোর স্মৃতি, বর্ণাঢ্য র‍্যালি, আর সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠেছিল কুমিল্লা মডার্ন স্কুলের প্রাঙ্গন। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে কুমিল্লা মডার্ন স্কুলের মাঠে প্রতিষ্ঠানটির (১৯৬২-১৯৯২) ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই চতুর্থ পুনর্মিলনী উৎসব সাবেক শিক্ষার্থীদের জন্য এক অবিস্মরণীয় দিন হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরু হয় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। র‍্যালিটি এ দিন সকালে স্কুলের গেট থেকে শুরু হয়ে কান্দিরপাড় পূবালী চত্বর ঘুরে আবার স্কুল প্রাঙ্গণে ফিরে আসে। র‍্যালিতে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। র‍্যালি শেষে জাতীয় সংগীত সম্মিলিতভাবে গেয়ে এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। ছোট শিক্ষার্থীদের নজরুলগীতির তালে নৃত্য পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। সাবেক শিক্ষার্থীরাও গানের তালে মঞ্চের সামনে আনন্দে মেতে ওঠেন, যেন তারা আবার ফিরে গিয়েছেন তাদের স্কুল জীবনে। স্মৃতিচারণ করে সাবেক শিক্ষার্থীরা জানান, এই পুনর্মিলনী তাদের শৈশবের দিনগুলোর আনন্দ ফিরিয়ে এনেছে। অনেকেই বলেছেন, “পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া এবং স্কুল প্রাঙ্গণে আবার একত্রিত হওয়া আমার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা।”

এছাড়াও, দিনব্যাপী আয়োজনে ছিল ফটোগ্রাফি বুথ, স্মৃতিচারণের বিশেষ পর্ব, এবং মধ্যাহ্নভোজ, সঙ্গীতানুষ্ঠান। এছাড়াও, সবার শেষে লটারী র‍্যাফেল ড্র ও ক্যাটওয়াক যেন পূনর্মিলনী অনুষ্ঠানের পূর্ণতা এনে দেয়৷ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আনন্দঘন সময় কাটিয়ে একে অপরের সঙ্গে নানা গল্প ভাগাভাগি করেন। মডার্ণ স্কুল এলমনাই কমিটি জানিয়েছে, ভবিষ্যতে এমন আরও আয়োজনের মাধ্যমে এই বন্ধনকে আরও শক্তিশালী করে তোলা হবে। অতীতের সুখস্মৃতি আর বর্তমানের উদ্দীপনার মিলনে এই পুনর্মিলনী একটি নতুন ইতিহাস গড়ে তুলেছে, যা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।