ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ শেষে বাড়বে শীতের তীব্রতা

কুমিল্লায় বৃষ্টি
শামছুল আলম রাজন।।
প্রকাশ: ৪ মাস আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপের প্রভাবে আজ শনিবার কুমিল্লা নগরীতে বৃষ্টি হয়েছে। দিনের শুরুটা রৌদ্র উজ্জ্বল হলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ মলিন হয়ে যায়। দুপুর সোয়া ১টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় টিপটিপ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি স্থায়ী ছিল ২০ থেকে ২৫ মিনিটের মত। এরপর দিনের বাকি সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সন্ধ্যায় আবারও টিপটিপ বৃষ্টি শুরু হয়। আজ কুমিল্লার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার দিবাগত রাতেও কুমিল্লার কয়েকটি উপজেলায় বৃষ্টি হয়েছিল

কুমিল্লা আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, ঘূর্ণিঝড় ফিনজাল’র প্রভাবে কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। গত ২৩ নভেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, পরবর্তীতে সেটি সু¯পষ্ট লঘুচাপ, নিুচাপ, গভীর নিুচাপে দশা পেরিয়ে শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। শনিবার ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে এর প্রভাব পুরোপুরি কেটে যাবে।

ফিনজাল চলে যাওয়ার পর কুমিল্লা জেলায় শীতের তীব্রতা বাড়বে। নভেম্বরের দ্বিতীয় সাপ্তাহ থেকে কুমিল্লা নগরীসহ উপজেলাগুলোতে শীত অনুভূত হতে থাকে। নভেম্বর মাসে কুমিল্লার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস।

কুমিল্লা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান আমাদের কুমিল্লাকে জানান, ঘূর্ণিঝড় ফিনজাল চলে যাওয়ার পর কুমিল্লায় শীতের তীব্রতা বাড়তে থাকবে। গত বছরগুলোতে দেখা গেছে শীতে কুমিল্লার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। শীতে এ যাবতকালে কুমিল্লার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯৫৪ সালে। সেটি ছিল ৫.১ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, ডিসেম্বরের মাঝামাঝি অথবা শেষ দিকে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর শীত স্থায়ী হবে ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, গভীর লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর নাম দেওয়া হয় ‘ফিনজাল’। নামটি প্রস্তাব করেছে সৌদি আরব। আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।