চাঁদপুরের মেঘনায় জাহাজে ডাকাতদের হামলায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। চাঁদপুরের নৌ-পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেঘনার হাইমচর এলাকায় এ ঘটনা ঘটে।