চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার গজরা-পাঁচানি আঞ্চলিক সড়কের লতরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক।
নিহত মো. রোমান (১৮) নামে উপজেলার গজরা ইউনিয়নের টরকীকান্দা গ্রামের মো. সিপনের ছেলে এবং লুধুয়া ডিগ্রি কলেজের কলেজ শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ ঘটনায় মোটরসাইকেলটির চালক একই গ্রামের মৃত সোলাইমানের ছেলে মো. রিয়াদ (২৮) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
ওসি রবিউল হক বলেন, বৃহস্পতিবার রাতে রোমান, রিয়াদসহ তিনজন একটি মোটরসাইকেল করে পাচাঁআনি বাজার থেকে গজরা বাজার আসার পথে লতরদি গ্রামের মসজিদের সামনে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার রোমানকে মৃত ঘোষণা করেন। আর রিয়াদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।