চাঁদপুরে নতুন দালানে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব নামে (২০) যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রামপুর ইউনিয়নে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাকিব ওই গ্রমের শাহ আলম ও শাহনাজ বেগম দম্পতির ছেলে।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মামুন পাটোয়ারী জানান, দক্ষিণ রামপুর গ্রামের রিপন পাটোয়ারীর নির্মাণাধীন নতুন দালানের দোতলার বাইরের দেয়ালে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় মো. সাকিব। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি।
চেয়ারম্যান আরও জানান, দুর্ঘটনার শিকার মো. সাকিবের বাবা শাহ আলম চট্টগ্রামে কাঠমিস্ত্রির কাজ করেন। রামপুর আদর্শ ফাজিল মাদ্রাসা থেকে বিগত ২০২১ সালে দাখিল পাশ করেন মো. সাকিব। তারপর দরিদ্র বাবা মায়ের মুখে হাসি ফোটাতে রংমিস্ত্রির কাজ বেচে নেন এই যুবক।