চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ সমাবেশ, কর্মসূচি ঘোষনা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।
প্রকাশ: ৩ মাস আগে

কুমিল্লা চৌদ্দগ্রামের আলোচিত বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আব্দুল হাই কানুসহ সন্ত্রাসীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, পৌর জামায়াতের আমি ইব্রাহিম, জেলা শিবির নেতা মহি উদ্দিন সহ আরো অনেকে।

সমাবেশে কর্মসূচি ঘোষনা করেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। তিনি বলেন, অনেক ছাত্র জনতা, শিশুর রক্তের বিনিময়ে এই ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। বিগত সরকারের সময় আমাদের অনেক ভাইকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন করেছে। আমাদের ১৪ জন নেতাকর্মী চৌদ্দগ্রামে শাহাদাত বরণ করেছে। ৫ আগষ্টের আগে চৌদ্দগ্রামে ছিলো অস্ত্রের ঝণঝনানি।

প্রশাসনের প্রতি দাবী জানিয়ে তিনি বলেন, অবিলম্বে এই সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। মাহফুজুর রহমান আরো বলেন, ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে শান্ত চৌদ্দগ্রামকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। আব্দুল হাই কানু একজন খুনি, সন্ত্রাসী, লম্পট তার ঘটনাকে কেন্দ্র করে আমাদের নিরীহ ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে চৌদ্দগ্রামে প্রতিটা ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তার পরেও যদি মামলা প্রত্যাহার করা না হয় প্রয়োজনে থানা ঘেরাও ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রোববার বাতিসার লুদিয়ারা গ্রামে বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আব্দুল হাই কানুকে জামায়াত সমর্থক (বহিস্কৃত) আবুল হাসেম ও ওহিদুর রহমান পূর্ব বিরোধের জের ধরে লাঞ্চিত করে জুতার মালা পড়িয়ে এলাকা ছাড়া করে।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে ব্যাপি নিন্দার ঝড় উঠে। এর জের ধরে উপজেলা জামায়াতে ইসলামী ২৩ ডিসেম্বর সোমবার নিন্দা জানিয়ে আবুল হাসেম ও ওহিদুর রহমানকে জামায়াত থেকে বহিস্কার করে। একই ঘটনার জের ধরে দোষীদের গ্রেফতারে দাবী এবং নিন্দা জানিয়ে উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার থানা পুলিশ ভিডিও ফুটেজ দেখে ৫জনকে গ্রেফতার করে।

এ ঘটনার জের ধরে ২৫ ডিসেম্বর বুধবার আব্দুল হাই কানু জামায়াতের বহিস্কৃত ২ সমর্থক আবুল হাসেম ও ওহিদুর রহমানকে আসামী করে ২২ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় চাঁদাবাজী ও মানহানির মামলা দায়ের করে।