চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় মার্কেটিং অফিসার নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি ।।
প্রকাশ: ৬ মাস আগে

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কায় এসিআই কোম্পানির মার্কেটিং অফিসার মাহমুদুর রহমান তমাল (২৮) নিহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আলকরা ইউনিয়ন গোলাইকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুর রহমান যশোর জেলার চৌগাছা থানার মডেল পাড়া গ্রামের মৃত মাহাবুবুর রহমানের ছেলে। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মিয়াবাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নিহত মাহমুদুর রহমান ফেনী জেলার সোনাগাজী থানার এসিআই কোম্পানির মার্কেটিং অফিসারে দায়িত্ব ছিলেন। শনিবার সকালে কুমিল্লা থেকে মোটরসাইকেল যোগে ফেনী সোনাগাজীর উদ্দেশ্যে রওনা হন।পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়ন গোলাই করা এলাকায় পোছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাটগাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের মামা সাবেক ইউপি চেয়ারম্যান তোতা মিয়া জানান, ‘মাহমুদুর রহমান তমাল এসিআই ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার দিন তিনি ওষুধের অর্ডার নিতে কুমিল্লা থেকে মোটরসাইকেলযোগে চৌদ্দগ্রাম উপজেলায় যাচ্ছিলেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার আলকরা স্থানে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বটগাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

মিয়াবাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ফাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।