কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের বাড়িতে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে উপজেলার বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে আটটায় বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো হিলাল উদ্দিন আহমেদ।
সাবেক রেলমন্ত্রীর ভাতিজা আব্দুল আউয়াল সুমন জানায় সকালে উপজেলার পদুয়া রাস্তার মাথায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি মহিউদ্দিন রনির সঙ্গে আমার চাচাতো ভাই আহসান উল্লাহর রাজনৈতিক বিষয়ে কথা-কাটাকাটি হয়, তা আবার স্থানীয়রা মিলমিশ করে দেয়। বিকেলে রনির নেতৃত্বে জামায়াত শিবিরের নেতা কর্মীরা পদুয়া বাজারে মিছিল করে। মিছিল শেষে রনির নেতৃত্বে শতাধিক জামায়াত শিবিরের লোকজন কাকা মুজিবুল হকের ঘরের দরজা ভেঙে ভিতরে ডুকে ভাংচুর করে আগুন দেয়। কিছু লোক আমাদের ঘরের গেইট ভেঙে আমার মোটরসাইকেলে আগুন দিয়ে বাড়ি ঘর ভাংচুর করে। আমাদের বাড়ির প্রায় ৭-৮টি ঘর ভাংচুর করে। সন্ধ্যায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক এসেছে।
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম বলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি ভাইয়ের বাড়ি শ্রীপুর ইউনিয়নে। সকালে রনি ভাইয়ের সাথে ঝামেলা করার কারণে বিকেলে আমরা বিক্ষোভ মিছিল করেছি। কিছু উত্তেজত জনতা ভাংচুর করতে পারে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো হিলাল উদ্দিন আহমেদ বলেন বিকেলে কিছু দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর ও আগুন দিয়েছে তার সত্যতা পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।