চৌদ্দগ্রামে ৫০ হাজার যুবকের সমাগম হবে যুব সম্মেলনে

চৌদ্দগ্রাম (কুমিল্লা)প্রতিনিধি।।
প্রকাশ: ৩ মাস আগে

আগামী ২১ ডিসেম্বর শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের যুব বিভাগের আয়োজনে যুব সম্মেলনে ৫০ লাখ লোকের সমাগম হবে বলে দাবি করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত।

চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠের যুব সম্মেলনকে ঘিরে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা জামায়াতের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান ।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইনের পরিচালনায় উপজেলা আমির আরো বলেন চৌদ্দগ্রামে জামায়াতের যুব বিভাগের আয়োজনে এটা প্রথম ও সবচেয়ে বড় যুব সম্মেলন হবে। গত ২০ বছর জামায়াত ইসলামি চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে সমাবেশ করতে পারেনি। ফ্যাসিবাদ, স্বৈরাচার হাসিনা সরকারের জুলুম নির্যাতনে আমাদের ১৪ জন ভাই শাহাদাত বরণ করেছে, একাধিক ভাই পঙ্গু, হামলা হামলার কারণে বাড়িঘরে আসতে পারেনি।

গত ৫ আগস্ট সৈরাচার সরকারের পতনের পর চৌদ্দগ্রামে এটা জামায়াতের বড় সম্মেলন, এক এক করে জামাতের সকল বিভাগের সম্মেলন হবে ইনশাআল্লাহ। যুব সম্মেলনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় যুব সম্মেলন, পোস্টার, লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে।

তিনি আরো বলেন যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা সৈয়দ আব্দুল্লাহ মু তাহের ভাই সহ নেতৃবৃন্দ। শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে আমাদের মিটিং ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ ২১ ডিসেম্বর চৌদ্দগ্রামের ইতিহাসের সবচেয়ে বড় যুব সম্মেলনে ৫০ হাজার লোকের সমাগম হবে।

প্রস্তুতি সভার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার আমীর মাওলানা ইব্রাহীম,নায়েবে আমীর ইয়াছিন মজুমদার, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ ওপেল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নূরুল ইসলাম মোল্লা, পৌরসভা শিবিরের সভাপতি মোহাম্মদ নূর রহমান জিন্নাহ।