গাজীপুরের টঙ্গীতে তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীদের প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ইজতেমা মাঠে ওই মুসল্লির মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
নিহত ওই মুসল্লির নাম আবদুল কুদ্দুস গাজী (৬০)। তাঁর বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানায়। তিনি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে জানা যায়।
গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ইজতেমা মাঠে এখন হাজার হাজার মুসল্লি। এখানে খুলনা বিভাগের জন্য নির্ধারিত জায়গায় তাবলিগের অন্যান্য মুসল্লিদের সঙ্গে অবস্থান করছিলেন আবদুল কুদ্দুস গাজী। এর মধ্যে বেলা ১১টার দিকে হঠাৎ করেই অচেতন হয়ে পড়েন তিনি। এ সময় অন্যান্য মুসল্লিরা তাঁকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিগত বছরগুলোয় তাবলিগের দুই পক্ষ মাওলানা জোবায়ের ও সাদ কান্ধলভীর অনুসারীরা দুই পর্বে আলাদাভাবে ইজতেমা করতেন। তবে এবারই প্রথম মাওলানা জোবায়ের অনুসারীরা দুই ধাপে ইজতেমা করবেন।
এর মধ্যে আজ ৩১ জানুয়ারি থেকে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা।
২ ও ৫ ফেব্রুয়ারি দুই পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর তৃতীয় ধাপে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা পালনের কথা আছে।