ডিএনসি কুমিল্লার মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ২

সোহাইবুল ইসলাম সোহাগ।।
প্রকাশ: ৫ মাস আগে

কুমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় দুইজন নেশাখোরকে আটক করা হয়।

আজ বুধবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম খুন্তা এলাকায় মাদকবিরোধী অভিযান করা হয়।

জানা যায়,কুমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এঁর নেতৃত্বে লাকসাম উপজেলা ক্যাম্পের সেনাবাহিনীর ক্যাপ্টেন এঁর সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসাসীদের গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, কুমিল্লার লাকসাম উপজেলার খুন্তা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৮), একই এলাকার সামসুল হকের ছেলে মৃত সামসুল হকের ছেলে মো: জালাল হোসেন (৪৫)।

লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার বলেন, ইয়াবা ও গাঁজা সেবনের অপরাধে প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করি।

আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: মুরাদ হোসেন ও তমাল মজুমদার প্রসিকিউশন দায়ের করেন।