ঢাকায় আরেক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

রাজধানীর খিলগাঁও তালতলা ঝিলপাড় এলাকার ঝোপ থেকে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল হাসান জানান, ওই ব্যক্তির সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। লাশ উদ্ধারের পরবর্তীতে সিআইডির ক্রাইম সিন আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে।

তিনি জানান, ওই ব্যক্তির নাম নুর ইসলাম। ঢাকা কেরানীগঞ্জ আটিরায়েরচর গ্রামের আব্দুল করিমের ছেলে তিনি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।