রাজধানীর খিলগাঁও তালতলা ঝিলপাড় এলাকার ঝোপ থেকে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।