ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে

দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  এবারের ঈদযাত্রায় কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। কুমিল্লা অংশে পরিবহণের কিছুটা চাপ থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অনেকেই আগের তুলনায় কম সময়ে ঘরে ফিরতে পারছেন।

যানজট নিয়ন্ত্রণে মহাসড়কটিতে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদসহ নানা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে যানজট নিরসনে মনিটরিং করা হচ্ছে। আর এতেই স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা।

চালক ও যাত্রীরা জানিয়েছেন, মহাসড়কে যানবাহনের চাপ থাকলে এ বছর যানজটের সৃষ্টি হয়নি। এতে স্বস্তিতে বাড়ি গন্তব্যে যেতে পারছেন তারা।

রাসেল নামের এক চালক বলেন, ‘প্রতি বছর ঈদের আগে এ মহাসড়কে যানজটে অনেক সময় চলে যেত। এবার কোথাও কোনো ধরণের বড় যানজট নেই। এ জন্য সময়মতো আমরা গন্তব্যে পৌঁছাতে পারছি।’

মনিটরিংয়ের দায়িত্বে থাকা কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুল হক বলেন, যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরা কাজ করছেন। মহাসড়কে যানজট নেই। মহাসড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের মনে স্বস্তি ফিরেছে।