তরুণ বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারের মায়ের ইন্তেকাল

জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ৩ মাস আগে

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন এর শাশুড়ি ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং তরুণ বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারের মমতাময়ী মা হাজেরা খাতুন আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কুমিল্লা সিডি প্যাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ও ৪ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমার মেজো ছেলে মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার বাদ যোহর দুপুর ২ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ইলাশপুর গ্রামের জামবাড়ি ফুটবল মাঠে নামাজে জানাযা শেষে মরহুমাকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শোক প্রকাশঃ
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন এর শাশুড়ি ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
একই সাথে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমিন রীমা ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।