কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন এর শাশুড়ি ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং তরুণ বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারের মা হাজেরা খাতুনের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) বাদ যোহর দুপুর ২ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ইলাশপুর গ্রামের জামবাড়ি ফুটবল মাঠে নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। পরে, মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার পূর্বে আগত মুসল্লিদের উদ্দেশ্যে মায়ের মাগফিরাত কামনায় বক্তব্য দেন মরহুমার মেয়ে-জামাই হাজী আমিন-উর রশিদ ইয়াছিন ও মরহুমার ছেলে নিজামউদ্দিন কায়সার।
হাজী ইয়াছিন বলেন, এই ভদ্রমহিলা ছিলেন নিঃসন্দেহে আমার জীবনে যদি দুইজন শ্রদ্ধেয় ব্যক্তি থাকে তাঁর মধ্যে উনি একজন। তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন। সবাই উনার জন্য দোয়া করবেন। আমি উনার সন্তান হিসেবে সবার কাছে অনুরোধ করবো, আল্লাহ যেন উনাকে মাফ করে দেন, এই দোয়া করবেন সবাই।
নিজাম উদ্দিন কায়সার বলেন, আমার মা পরকালের জীবন গুছিয়ে নিয়েছেন। তিনি একজন আল্লাহভীরু মানুষ ছিলেন। আমার মা’কে সবাই ক্ষমা করে দিবেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
এসময়, জানাযায় অংশ নেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান আকতার, মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক আহবায়ক শওকত আলী বকুল, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমীর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী, যুগ্ম আহবায়ক রেজাউল কাইয়ূম, জেলা যুবদলের সভাপতি আনোয়ারুল হক আনোয়ার আদর্শ সদর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব মোঃ রাশেদুল হাসান সহ যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।