দাঁড়িয়ে থাকা দুই অটোরিকশার ওপর উঠে গেলো বাস, প্রাণ গেলো একজনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
প্রকাশ: ৩ দিন আগে

 ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাঁড়িয়ে থাকা দুই সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় বাস, এতে অজ্ঞাত (৪২) এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর হোটেল রাজমণির সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, ঢাকায় পাঠানো তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।