দাউদকান্দিতে মাছের প্রজেক্ট নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪, আটক ৩

সাদ্দাম হোসেন, দাউদকান্দি ।।
প্রকাশ: ৩ দিন আগে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন , উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৪০), তার ভাই ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে ইয়াসিন মিয়া (২৬) এবং লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)। তাদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের পরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে আটক করেছে। আটকরা হলেন, ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন। তাদের মধ্যে ইয়াসিন মিয়া পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার দ্বন্দ্বকে কেন্দ্র করে পারভেজ গ্রুপ এবং ইসমাইল গোষ্ঠীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায় এবং গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, “মৎস্য প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। তদন্ত করে গুলির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”