নিখোঁজেের দুইদিন পর লাকসামের একটি আবাসিক হোটেল থেকে বীমা কর্মকর্তার মরদেহ আজ সোমবার উদ্ধার করেছে পুলিশ। ওই বীমা কর্মকর্তার নাম আলতাফ হোসেন। সে প্রগতি ইন্সুরেন্সের রায়পুর শাখার ইনচার্জ ও হিসাবরক্ষক। তার বাড়ি লক্ষ্মীপুরে সদর উপজেলার ষোলনল শাকচর গ্ৰামে।
পুলিশ ও আত্মীয় স্বজনরা জানায়, রোববার ওই বীমা কর্মকর্তা লাকসাম বাইপাস এলাকার আবাসিক হোটেলে ড্রীমে একটি কক্ষ ভাড়া নেন। কিন্ত আজ সোমবার সকালে নিয়মিত চেকিং কালে তাকে গলায় ফাঁস দেয়া মৃত অবস্থায় দেখে হোটেল কর্মীরা থানায় খবর দেয়।
ওই বীমাকর্মকর্তা গত ২৫ জানুয়ারি অফিস থেকে আর বাসায় ফেরেনি। তার সাথে থাকা মুঠোফোনও বন্ধ পাওয়া যায় ।তাকে খোঁজ খোঁজি করে না পেয়ে এ নিয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান,ওই বীমা কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডি ও ডিবি পুলিশে সহযোগিতায় আলামত সংগ্রহ করা হয়েছে। ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এখন রিপোর্ট লেখা পর্যন্ত কোন থানায় মামলা হয়নি।