দুর্বার বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ১ দিন আগে

স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টমসমব্রীজ এলাকায় একটি রেস্তোরায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলের পরে স্বেচ্ছাসেবকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময়, স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দুর্বার বাংলাদেশের চেয়ারম্যান রাকিবুল আলম রিফাত, ডিরেক্টর আকিব হাসান, সভাপতি অমিত হাসান। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সংঠনের উপদেষ্টা সাদমান সারার, ইমরান হোসেন, কাঠপেন্সিল সংগঠনের প্রতিষ্ঠাতা সাব্বির খন্দকার, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান নাইম, বার্তা ২৪ এর কুমিল্লা প্রতিনিধি মঈন নাসের খাঁন (রাফি), দৈনিক দিনকালের সদর প্রতিনিধি হদয় হাসান।

এসময় বক্তব্যে বক্তারা বলেন, বাংলাদেশের ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো প্রতিবারই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। তাই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। দুর্বার বাংলাদেশের কার্যক্রমগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে যাতে অন্যরাও এতে উদ্বুদ্ধ হয়। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি। সে লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে।

এসময় আলোচনা সভায় দুর্বার বাংলাদেশের স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন৷