দূর্গাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার।।
প্রকাশ: ২ মাস আগে

 

কুমিল্লার আদর্শ সদরের দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের রহিমপুর চৌধুরী বাড়িতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাঙচুর, লুটপাট এবং হামলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ঘটনা ঘটে।

অভিযোগকারী মোঃ জাকির হোসেন চৌধুরী (৫৫), যিনি পেশায় একজন প্রবাসী। থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি জানান, তার পৈত্রিক সম্পত্তি ও মসজিদ নির্মাণ নিয়ে তার চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান (৫২) ও প্রতিবেশী ইব্রাহীম মিয়া (২৫) এর সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী জাকির তার জমি মাপঝোপ করতে গেলে অভিযুক্তরা তাকে বাধা দেন। পরে তারা একই দিন রাতে পূর্ব পরিকল্পিতভাবে তার বসতবাড়িতে হামলা চালান।

ভুক্তভোগী জাকির অভিযোগ পত্রে আরো উল্লেখ করেন, অভিযুক্ত মোস্তাফিজ ও ইব্রাহীম ১০-১৫ জন নিয়ে বেআইনিভাবে তাদের বাড়িতে প্রবেশ করেন। তাদের হাতে দাঁ, ছেনি ও লাঠিসোটা ছিল। তারা ঘরের দরজা ভেঙে ভাড়াটিয়ার ঘরে প্রবেশ করে আসবাবপত্র, সিসি ক্যামেরা এবং লুকিং গ্লাস ভাঙচুর করেন। ভাঙচুরের ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা বলে দাবি করেছেন অভিযোগকারী।

তাছাড়া, অভিযুক্ত ইব্রাহীম তাদের ভাড়াটিয়া তাপসের কাছ থেকে জোরপূর্বক নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং ঘর থেকে দুটি মোবাইল ফোনও লুট করে নিয়ে যান।

ভুক্তভোগী জাকির হোসেন জানান, হামলাকারীরা তাকে গালিগালাজ করে এবং মারধর করার চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দেয়, সুযোগ পেলে আবারো হামলা চালাবে এবং খুন-জখম করবে। এ বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন বলেন, আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে আমার জান মালের নিরাপত্তা চাই৷

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুর ইসলাম বলেন, আমরা অভিযোগটি তদন্ত করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।